মণিরামপুর(যশোর) প্রতিনিধি: মণিরামপুরের পারখাজুরা বাঁওড়ে নৌকা ডুবিতে নিখোঁজ ছাত্রী মৌসুমী আক্তারের মৃত দেহ উদ্ধার হয়েছে। প্রায় ৪ ঘন্টা ব্যাপি তল্লাশি অভিযান শেষে খুলনা থেকে অাসা ডুবুরিরা নিখোঁজ ছাত্রীর লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
জানা যায়, মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে পারখাজুরা বাঁওড়ের নলতা ঘাটে খেয়াপারাপারের সময় সময় নৌকা ডুবে মৌসুমী অাক্তার নামের এক দাখিল পরীক্ষার্থী নিখোঁজ হয় ।
খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল স্থানীয়দের সাথে উদ্ধার কাজে অংশ নেয়।
এদিকে তাৎক্ষনিকভাবে খবর পেয়ে মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আহসান উল্লাহ শরিফী ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যান। প্রায় দুই ঘন্টা ব্যাপি ফায়ার সার্ভিস ও স্থানীয়দের তল্লাশি অভিযানে নিখোঁজ ছাত্রীর কোন সন্ধ্যান না মেলায় দুপুর ১২টায় খুলনা থেকে অাসা এক দল ডুবুরির তল্লাশি অভিযানে দুপুর পৌনে ২টার দিকে মৌসুমী আক্তারের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন। এরপর উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত থেকে নিহত ছাত্রীর লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করেন।
মৌসুমী আক্তার উপজেলার পারখাজুরা ছিদ্দিকীয়া দাখিল মাদরাসা থেকে এবার দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছিল। সে ওই গ্রামের আব্দুর রশিদের মেয়ে। মাদরাসার সুপার একেএম ছিফাতুল্লাহ জানান, মৌসুমী আক্তার রাজগঞ্জ মডেল ফাজিল মাদরাসা পরীক্ষা কেন্দ্রে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা দিতে সকাল নয়টার দিকে অন্যান্য বন্ধুদের সাথে পারখাজুরা বাঁওড়ের নলতা ঘাট হতে নৌকা যোগে কেন্দ্রে আসছিল । তার সাথে আরও প্রায় ১৭ জন পরীক্ষার্থী ওই নৌকায় ছিল। তাদের বহনকারী নৌকা বাঁওড়ের মাঝপথে আসলে অাকষ্মিকভাবে সেটি উল্টে যায়। তখন নৌকার মাঝিসহ অন্যযাত্রীরা সাঁতার কেটে বাঁওড়ের পাড়ে উঠতে সক্ষম হলে ও নিখোঁজ হয় মৌসুমী। প্রত্যক্ষদর্শীরা জানান, ডুবে যাওয়া নৌকাখানি উল্টে যেয়ে নিখোঁজ হয়। সেই সাথে নৌকার তলে অাটকে যেয়ে মৌসুমীও নিখোঁজ হয়।
Leave a Reply