নূরুল হক, মণিরামপুর: মণিরামপুরের উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কাজী মাহমুদুল বলেছেন, খেদাপাড়া ইউপি’র উপ-নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধাচারণকারী নেতাকর্মীদের সাথে আমার আর সম্পর্ক থাকবে না। যারা দলের দলের সিদ্ধান্ত অমান্য করে দলের মধ্যে কোন্দল সৃষ্টি করবে-তারা আর দলে ফেরার সুযোগ পাবে না। ফলে সকল ভেদাভেদ ভূলে ২৮ ফেব্রুয়ারী নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করতে হবে। সোমবার উপজেলার খেদাপাড়া ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন স্থানে নির্বাচনী পথ সভায় বক্তব্য প্রদান ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। জননেত্রী শেখ হাসিনা জিন্নাহকে মনোনয়ন দিয়ে নৌকা প্রতীক প্রদান করেছেন। তার প্রতি সমর্থন জানিয়ে দলীয় নেতাকর্মীরা এখনো যারা নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছেন-তাদেরকে ফিরে আসার জন্য বিনীত আহবান জানিয়েছেন।
সোমবার বিকেলে মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউপি উপনির্বাচন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ইউনিয়নের টেংরামারি বাজারে নির্বাচনী পথ সভায় উপস্থিত বক্তারা এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ছামছুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদল হাসান। আওয়ামী লীগ নেতা সন্দীপ ঘোষের পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহমুদ হাসান বিপু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন।
এছাড়া বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নৌকার প্রার্থী আব্দুল আলীম জিন্নাহ, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, আওয়ামী লীগ নেতা চাকলাদার আবুল বাশার, মকবুল হোসেন, তাজাম্মুল হুসাইন টিটো, প্রকৌশলী আকরাম হোসেন, শফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, সাধন কুমার, ফারুক হোসেন, মহিলা লীগ নেত্রী সেলিনা আক্তার ডলি, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, প্রভাষক মামুন অর রশিদ জুয়েল, সাইদুর রহমান জনি, অনিক প্রমূখ। এরপর রাত পর্যন্ত ইউনিয়নের মাঝিয়ালি, জালালপুর, হেলাঞ্চী বাজারে নৌকার মার্কার নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply