নূরুল হক, মণিরামপুর: মণিরামপুরে মাষ্টার আবুল হোসেন অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের দারিদ্র শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এ কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও দারিদ্র শিক্ষার্থীদের হাতে কম্বল তুলে দেন মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের তরুণ নেতা ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাড. বশির আহম্মেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর প্রেসক্লাবের সম্পাদক মোতাহার হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকা-কর্মচারী ও অভিভাবকেরা।
Leave a Reply