অমারেশ কুমার বিশ্বাস, রাজগঞ্জ ( যশোর):
কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে দুই শিশু ও তাদের দুই মা আহত হয়েছেন।
রোববার বিকেলে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-ঝাঁপা পশ্চিমপাড়া এলাকায় ঘটেছে।
আহত ফাতেমা (৭) ও তার মা লাবনী (২৩) এবং রাসেল (৬) ও তার মা দিলারা বেগম (২৮) যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত দিলারা বেগম জানান, আজ বিকেলে তারা বাড়ির উঠানে বসেছিলেন। উঠানের একপাশে একটি কুলগাছের পাশে বালির ঢিবি রয়েছে; পেছনে বাগান। তার ছেলে রাসেল ও ভাইঝি ফাতেমা কুলগাছের পাশে খেলা করছিল। হঠাৎ শিশুরা দুটি বস্তু পেয়ে তাদের দিকে ছুড়ে দিয়ে বলে- ‘দেখো তো কী জিনিস’। এরপরই একটি বোমা বিস্ফোরিত হয় এবং এতে তারা চারজন কমবেশি আহত হন। পরে বাড়ির লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেন।
হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ জানান, ২৪ ঘণ্টা পার না হলে শিশুদের বিষয়ে কিছু বলা যাচ্ছে না। তবে, তাদের মায়েরা আশঙ্কামুক্ত।
ঘটনা স্থানে যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ও ঝাঁপা পুলিশ ফাঁড়ির সদস্যরা পরিদর্শন করেছেন।
Leave a Reply