নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি:
যশোর জেলার মণিরামপুর উপজেলার সদর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের দিনমজুর গোলাম মোক্তাদির পুত্র মকলেছুর রহমান মুন্না (২০) মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে যশোরের ঝরনা ক্লিনিকে ডাক্তার আবুল কালাম আজাদের তথ্যাবধায়নে চিকিৎসাধিন রয়েছে। দিন মজুর মোক্তাদির অভাবের সংসারে সংসার খরচ চালাতেই হিমশিম খেতে হয়। তার উপর এই একমাত্র সন্তানের চিকিৎসার জন্য নিজের সর্বোচ্চ সম্পদ শেষ পর্যায়ে। তার চিকিৎসার জন্য কমপক্ষে ১০/১২ লক্ষ টাকার প্রয়োজন। তাই বাধ্য হয়ে সকলের দ্বারস্থ হয়েছেন।
পরিবারের সদস্যদের কাছ থেকে জানাযায়, ১৫ দিন পূর্বে ধরা পড়েছে মুন্নার ব্লাড ক্যান্সার। কয়েক মাস পূর্বে তার জ্বর হয়। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও সে জ্বর আর ভাল হয় না। বিভিন্ন সময়ে স্থানীয় ডাক্তারের ঔষুধ সেবন করেও যখন জ্বর ভাল হয় না-তখন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের এক ডাক্তারের স্মরনাপন্ন হয়। তিনি রুগীর অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়ার পরামর্শ প্রদান করেন। মুন্নার বাবা একজন দিনমজুর। সে কৃষি কাজ করে সংসার চালায়। প্রতিদিন যা আয় হয়-তা দিয়েই সংসার চলে না। তার উপর কিভাবে ছেলের চিকিৎসা করাবে। তারপরও কিছু টাকা জোগাড় করে যশোরের ঝরনা ক্লিনিকে ডাক্তার আবুল কালাম আজাদের কাছে নিয়ে যায় মুন্নাকে। ডাক্তার আবুল আজাদ মুন্নার বিশেষ কয়েকটি পরীক্ষা নিরীক্ষ করেন। এরপর পরই তার ক্যান্সারে আক্রান্তের বিষয়টি বুঝতে পারেন। তখন ডাক্তার আবুল কালাম আজাদ আরও কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হন মুন্না মরণব্যাধি ব্লাড ক্যান্সরে আক্রান্ত। ডাক্তার তাকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকার ক্যান্সার হাসপাতালে অথবা কোন ক্যান্সার বিষেজ্ঞ ডাক্তারের স্মরনাপন্ন হবার পরামর্শ দিয়েছেন। কিন্তু অর্থের অভাবে মুন্নার চিকিৎসা করানো তার দরিদ্র পিতার পক্ষে অসম্ভব। কমপক্ষে তার চিকিৎসা করাতে ১০ থেকে ১২ লক্ষ টাকার প্রয়োজন। সন্তানের চিকিৎসার জন্য দীর্ঘ ব্যয়বহুল এ খরচ মেটাতে গিয়ে তার বাবা এখন নিঃস্ব প্রায়। বর্তমানে অর্থের অভাবে তার চিকিৎসা বন্ধের পথে। চিকিৎসার অভাবে সে দিন-দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। তাই মুন্নার দরিদ্র পিতা তার তার একমাত্র সন্তানকে বাঁচাতে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। সাহায্য পাঠাবার ঠিকানা-গোলাম মোক্তাদির, স্যোসাল ইসলামী ব্যাংক লিমিটেড, মণিরামপুর শাখা, যশোর, হিসাব নং-০৪৭১৩৪০০৭০৯১৮, বিকাশ মোবাইল নম্বর-০১৯৫৭০৩১২৪৯।
Leave a Reply