শেখ মাজহারুল ইসলাম সোহান,টাংগাইল প্রতিনিধি:
ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে বৃস্পতিবার (৩ জানুয়ারী) সকাল ৯ টার দিকে ট্রাক-বাস মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত। এঘটনায় গুরুতর আহত হয় আরো ৯ জন।
গুরুতর আহত ৯ জনকে পুলিশ ও ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
টাঙ্গাইল হাইওয়ে পুলিশের সার্জেন্ট প্রণব কুমার সরকার জানান, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী তালুকদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ডে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের ভিতরে থাকা একজন মহিলা যাত্রী নিহত হন।
Leave a Reply