শেখ মাজহারুল ইসলাম সোহান,টাংগাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইলে আওয়ামীলীগের সাবেক জয়েন্ট সেক্রেটারি ও সাবেক সাংসদ প্রয়াত শামসুর রহমান খান শাজাহানের ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকালে উপজেলার হামিদপুর বাসস্ট্যান্ডে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মহিয়ার উদ্দিন মিয়ার সভাপতিত্বে দিঘলকান্দি ইউনিয়ন আ’লীগ আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাংগাইল জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান খান ফারুক।
এসময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল(৩)ঘাটাইলের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আতাউর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আলমগীর খান মেনু, শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, সাংগঠনিক সম্পাদক বাবু সুভাস চন্দ্র সাহা, ঘাটাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আরিফ হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিঘর ও দিঘলকান্দি ইউনিয়ন চেয়ারম্যান নজরুল ইসলাম ও আবুল কালাম আজাদ,হামিদপুর ট্রাক শ্রমিক সভাপতি জাকির হোসেন খান রতন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মফেল উদ্দিন তালুকদার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক আহমেদ রাজিব,উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মো.সম্রাট খান,ছাত্রলীগ নেতা এনামুল হক খান রাসেল(কালিয়াগ্রাম),দিঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমরান হোসেন জনি প্রমুখ। স্মরণসভায় বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মরণসভায় প্রয়াত আওয়ামীলীগ নেতা শামসুর রহমান খানের জীবনের নানা প্রসংগে আলোচনা করেন বক্তারা।
Leave a Reply