অমারেশ বিশ্বাস, রাজগঞ্জ: যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেছেন, ২০০৪ সালের গ্রেনেড হামলার বিচার পেতে হলে আগামী ৩০ ডিসেম্বর সকলকে ঐক্যবদ্ধ ভাবে নৌকা প্রতিকে ভোট দিতে হবে, পদ্মা সেতুর নির্মান চান তাহলে নৌকায় ভোট না দিয়ে কোন রাস্তা নাই৷ তিনি আরও বলেন, আজকের সারা দেশে নৌকার জোয়ার শুরু হয়েছে তাই শুধু মণিরামপুর আসন নয় যশোরের ৬টি আসনে আওয়ামীলীগের নেতৃত্বে নৌকাকে জয়যুক্ত করে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে চাই৷
যশোর-৫(মণিরামপুর)আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বর্তমান এমপি স্বপন ভট্রাচার্য্যের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য কালে তিনি এসব কথা বলেন। গতকাল রোববার বিকালে রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে মণিরামপুর উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আলহাজ্ব কাজী মাহামুদুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের পরিচলনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, যশোর জেলা আ’লীগের সাধারন সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন চাকলাদার৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মজিদ, যশোর জেলা আ’লীগের সদস্য ও মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। এসময় আরও বক্তব্য রাখেন, যশোর জেলা আ’লীগের সদস্য চেয়ারম্যান শাহারুল ইসলাম, চেয়ারম্যান সামছুল হক মন্টু, ইউনিয়ন আ’লীগের সভাপতি মাস্টার আলহাজ্ব খোরশেদ আলম, সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা কওছার আহমেদ, অরুন আ’লীগনেতা এড.বশির আহমেদ খাঁন, যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-২শহিদুল ইসলাম মিলন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, উপজেলা কৃষকলীগের সাঃ সম্পাদক আবুল ইসলাম প্রমুখ, জেলা ছাত্রলীগের সভাপতি রওশান ইকবাল শাহী, উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিল্টন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, যুগ্ম-আহবায়ক ফরহাদ হোসেন, ফজলুর রহমান, জামাল হোসেন প্রমূখ।
Leave a Reply