মনিরামপুর (যশোর) প্রতিনিধি : একাদশ জাতীয় নির্বাচনে যশোর-৫, (মনিরামপুর) আসনে নৌকার পক্ষে বিশাল গণমিছিল বের হয়। হাজারো দলীয় নেতা-কর্মীর নৌকার পক্ষে মুহুর্মুহু শ্লোগানে পৌরশহর প্রকম্পিত হয়ে উঠে।
আজ সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এতে উপস্থিত ছিলেন যশোর -৫ আসনের নৌকার প্রার্থী স্বপন ভট্টাচার্য্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা আওয়ামী লীগের ১নং সদস্য আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সুব্রত ব্যানার্জী, অ্যাডভোকেট বশির আহম্মেদ খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম, হাবিবুর রহমান খান, আমজেদ হোসেন, জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা সন্দীপ ঘোষ, মহিলা লীগ নেত্রী সখিনা বেগম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি দেবাশীষ সরকার বাবু, যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম।
সেখানে আরো উপস্থিত ছিলেন, মনিরুজ্জামান মিল্টন, যুবলীগ নেতা আদম আলী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, ফজলুর রহমান, জামাল হোসেন প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, নির্বাচিত দলীয় ইউপি চেয়ারম্যান ও দলটির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা গণমিছিলে অংশ নেন।
Leave a Reply