মণিরামপুর প্রতিনিধি :- বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন প্রচারে মণিরামপুরে ছাত্রলীগের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহামুদুল হাসান বলেন, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বঙ্গবন্ধু কন্যা মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে মজবুত করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা তথা উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছেন। যারা স্বাধীনতা, মুক্তিযুদ্ধ আর বঙ্গবন্ধুর আদর্শ লালন করবেন তারাই আওয়ামী লীগ করবেন। ভালো মানুষের জন্য আওয়ামী লীগের দরজা খোলা। আওয়ামী লীগের নেতা-কর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলকে সুসংগঠিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা সন্দীপ ঘোষ, মনিরুজ্জামান মিল্টন, কাজী টিটো, আওয়ামী লীগ নেতা এ্যাড. বশির আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, যুগ্ম আহবায়ক ফজলুর রহমান, ফরহাদ হোসেন, জামাল হোসেন, বাপ্পি কুন্ড, জেলা ছাত্রলীগের সাবেক গণশিক্ষা সম্পাদক মাহমুদ হাসান, ছাত্রলীগ নেতা কবির হোসেন, মামুনুর রশিদ জুয়েল, জামিল হোসেন জনি, তাজাম্মূল হোসেন টিটো, তরিকুল ইসলাম, আলমগীর হোসেন, সাগর হোসেন প্রমুখ।
Leave a Reply