রাজনীতি ডেক্সঃ- আগামী ২৬ অক্টোবর যশোর জেলার মনিরামপুরে অনুষ্ঠিত ১৪ দলের মাহাসমাবেশ স্থগিত ঘোষনা করেছে কেন্দ্রীয় আওয়ামীলীগ। আগামী ২৬ অক্টোবর (শুক্রবার) যৌথ সভা আহ্বান করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। ওইদিন সন্ধ্যা ৬টায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগ
সভাপতি দেশরত্ন শেখ হাসিনা।
সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সংসদীয় দলের সদস্যরা উপস্থিত থাকবেন। সেহেতু ২৬ অক্টোবর মণিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে কেন্দ্রীয় ১৪ দল র্কতৃক ঘোষিত জনসভা আপাতত স্হগিত করেছে কেন্দ্র, নতুন তারিখ কেন্দ্র থেকে পরে জানানো হবে বলে জানিয়েছেন যশোর জেলা ১৪ দলের সমন্বয়ক শাহীন চাকলাদার।
Leave a Reply