মনিরামপুর প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মনিরামপুরে বুধবার রাতে আওয়ামীলীগের বিবাদমান দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়াসহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের অন্তত: ১০ নেতাকর্মী আহত হয়। এ ছাড়াও অভিযোগ রয়েছে সংঘর্ষের সময় দুইটি দোকান এবং স্বেচ্ছাসেবক লীগের আঞ্চলিক অফিস হামলা চালিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসহ অফিসের আসবাপত্র ভাংচুরসহ লুটপাট করা হয়। ভাংচুর করা হয় স্বেচ্ছাসেবক লীগ অফিসে টানানো থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি। এ ঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে। এক গ্রুপের পক্ষ থেকে মামলা করা হয়েছে। আর এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দুই গ্রুপের মধ্যে টান টান উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার চিনাটোলা বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাবেক এমপি খান টিপু সুলতান গ্রুপের কর্মী জাকির হোসেন এবং বর্তমান এমপি স্বপন ভট্টাচার্য গ্রুপের কর্মী রাসেল বাবুর মধ্যে একটি তুচ্ছ বিষয় নিয়ে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাসেল বাবু এবং জাকির হোসেনের মধ্যে মারপিট শুরু হয়। আর এ খবর ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যে দুই গ্রুপের নেতাকার্মীরা ওই রাতেই বাজারে জড়ো হয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে তাদের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এতে শ্যামকুড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মিজানুর রহমান, জাকির হোসেন, রাসেল বাবু, হোসাইন আহমেদ, রবিউল ইসলাম, মিলন হোসেনসহ উভয় গ্রুপের অন্তত:১০ নেতাকর্মী আহত হয়। টিপু সুলতান গ্রুপের নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন অভিযোগ করেন, সংঘর্ষের সময় বর্তমান এমপি স্বপন ভট্টাচার্য গ্রুপের নেতা শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামানের প্রত্যক্ষ মদদে সন্ত্রাসীরা স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মিজানুর রহমানের পোল্ট্রি এবং ফিডের দোকানে হামলা চালিয়ে ভাংচুরের পর লুটপাট করে। এ ছাড়া তিনি অভিযোগ করেন সন্ত্রাসীরা স্বেচ্ছাসেবক লীগ অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে।
তবে এ অভিযোগ অস্বীকার করে বর্তমান এমপি স্বপন ভট্টাচার্য গ্রুপের নেতা স্থাণীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি জানান, চায়ের দোকানী জাকির হোসেন ছাত্রলীগ নেতা রাসেল বাবুর পায়ে গরম পানি ঢেলে দেন। এ বিষয়ে প্রতিবাদ করলে জাকির হোসেন ছাত্রলীগ নেতা রাসেল বাবুকে মারপিট করে। এ ঘটনায় রাসেল বাদি হয়ে ওই রাতেই ১০/১১ জনের নামে মামলা করলে পুলিশ স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মিজানুর রহমান এবং বিল্লাল হোসেনকে আটক করে।
ওসি এনামুল হক জানান, এক পক্ষ মামলা করেছে। অপর পক্ষ এখনও মামলা করেনি। মামলা করলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply