মনিরামপুর(যশোর) প্রতিনিধি ॥
যশোরের মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোকাররম হোসেনকে খুলনা জেলার দাকোপ থানায় বদলি করা হয়েছে। সোমবার তাকে দাকোপ থানার ওসি হিসেবে যোগদানের আদেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রমতে, রোববার রাতে তার বদলির আদেশ দেয়া হয়। খোঁজ-খবর নিয়ে জানাযায়, সোমবার তিনি দাকোপ থানায় যোগদান করতে মনিরামপুর ছেড়ে চলে গেছেন।
এদিকে মনিরামপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করতে মোঃ শহিদুল ইসলাম সোমবার মনিরামপুর পৌছিয়েছেন। সোমবার রাতে তিনি থানায় যোগদান করবেন। এসব বিষয়ে নিশ্চিত করেছেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার সিকদার সালাউদ্দীন আহমেদ। তবে, কি কারনে মোকাররম হোসেনকে হঠাৎ বদলি করা হয়েছে সে বিষয়ে কিছুই জানা সম্ভব হয়নি।
মনিরামপুরে নবাগত ওসি হিসেবে আসা শহিদুল ইসলাম খুলনার ডিআইজি অফিস থেকে মনিরামপুর পৌছেন। এর আগে তিনি ওসি হিসেবে কেশবপুর থানায় কর্মরত ছিলেন। সোমবার সন্ধ্যা ৬টার সময় এ রিপোর্ট লেখা পর্যন্ত নবাগত ওসি শহিদুল ইসলাম যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর রেস্টহাউজে অবস্থান করছিলেন বলে সত্যতা নিশ্চিত করেন ওসি তদন্ত ইনামুল হক।
Leave a Reply