জাহিদ হাসান,(যশোর)সংবাদদাতা:- যশোরে স্ত্রীর ছুরির আঘাতে আব্দুল ওহাব (৩৬) নামে তার স্বামী গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। আব্দুল ওহাব যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের বাগেরহাট গ্রামের আব্দুল খালেকের ছেলে।
আব্দুল ওহাবের পিতা আব্দুল খালেক বলেন,আমার ছেলে এশিয়া ফার্স্ট সিকিউরিটি’ নামে একটি কোম্পানিতে নৈশপ্রহরীর চাকরির করে।গত বুধবার রাতে পারিবারিক কলহের কারণে আমারর ছেলে ওহাব তার স্ত্রী রুপালি বেগমকে কয়েকটি থাপ্পড় মারে।তাই নিয়ে আজ বৃহস্পতিবার সকালে ও রুপালির সাথে একটু কথাকাটাকাটি হয়।এমন সময় তার স্ত্রী রুপালি একটি ধারালো ছুরি দিয়ে পেটের ডান পাশে আঘাত করে।ঘরের ভিতর জোরে চিৎকার শুনে আমরা ভিতরে যায়,সেখানে আমার ছেলে ওহাবের গুরুত্বর আহত অবস্থায় দেখে দ্রুত ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসি।আমার পুত্রবধূ রুপালি বেগম মানসিক প্রতিবন্ধী। পারিবারিক কলহের কারণে সে তার স্বামী ওহাবকে ছুরি মেরে আহত করেছে।
হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ডাক্তার মনিরুজ্জামান বলেন,আব্দুল ওহাবের পেটের নিচের ডান পাশে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে একেবারে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
যশোর কোতয়ালী মডেল থানার এসআই কাইয়ুম জানান,আহত আব্দুল ওহাব একজন মাদক আসক্ত। আর তার স্ত্রী মানসিক প্রতিবন্ধী। পারিবারিক কলহের কারণে এই ছুরি মারার ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।
Leave a Reply