নূরুল হক(মণিরামপুর)যশোর: তৃণমুল থেকে খেলোযাড় বাছাই করতে মণিরামপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৮ শুরু হয়েছে।
রোববার সকালে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। অনুর্দ্ধ ১৭ বছরের খেলোয়াড়রাই কেবল খেলায় অংশ নিতে পারছে। উপলোর ১৭ ইউনিয়ন ও ১টি পৌর সভার সর্বমোট ১৮ টি দল খেলায় অংশ নিচ্ছে বলে টুর্নামেন্টের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী নিশ্চিত করেছেন।
দুই ভেন্যুতে অনুষ্ঠিত খেলার উদ্বোধনী দিনে সকালে দূর্বাডাঙ্গা ইউনিয়ন একাদশ, পৌরসভা একাদশ, চালুয়াহাটি ইউনিয়ন একাদশ ও হরিহরনগর ইউনিয়ন একাদশ অংশ নেয়। বিকেলে নেহালপুর, ঢাকুরিয়া, হারদাসকাটি ও মণিরামপুর সদর ইউনিয়ন একাদশ অংশ নেয়। সকালের খেলায় দূর্বাডাঙ্গা, হরিহরনগর এবং বিকেলে ঢাকুরিয়া ও মণিরামপুর সদর ইউনিয়ন একাদশ জয় লাভ করেছে। সভাপতি আরো জানান, প্রতিদিন ৮টি দল অংশ নিয়ে আগামী ১৪ সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
Leave a Reply