যশোর প্রতিনিধি : নিখোঁজ গৃহবধূর মরদেহ ভেবে দাফন করা হয়েছিল একজনকে। ঘটনার দেড় সপ্তাহ পর ওই গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ। বিয়ে বহির্ভূত সম্পর্কের জেরে ওই গৃহবধূ বাড়ি ছেড়ে পালিয়েছিলেন বলে পুলিশ দাবি করছে। ঘটনাটি ঘটেছে যশোরে। সাথী বেগম নামের ওই গৃহবধূ যশোরের চৌগাছা উপজেলার আজিবর আলী বিশ্বাসের মেয়ে। দু’মাস আগে সে নিখোঁজ হয়েছিল।
সদর উপজেলার জলকার গ্রাম থেকে রোববার তাকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, ৩০ আগস্ট যশোর সরকারি সিটি কলেজের একটি ডোবা থেকে অজ্ঞাত এক তরুণীর গলিত মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে ওই দিনই চৌগাছার হাসপাতালে গিয়ে মরদেহটি নিখোঁজ মেয়ের বলে দাবি করেন একজন। বাড়িতে নিয়ে দাফনও করেন। পরে ফোনের সূত্র ধরে নিখোঁজ গৃহবধুকে উদ্ধার করা হয়। দাফন করা তরুণীর পরিচয় নিশ্চিতে কাজ শুরু করেছে পুলিশ।
Leave a Reply