মেহেদি হাসান রাতুল, মনিরামপুর: মনিরামপুরের নেহালপুরে ঋশি পল্লীর নববধু কলেজ ছাত্রী লাবনী দাস(২১) হত্যাকান্ডের প্রতিবাদে ও খুনি পরশের ফাঁসির দাবিতে আজ বৃহস্পতিবার মনিরামপুর সরকারি কলেজে যশোর-চুকনগর মহাসড়কে বেলা ১ টার সময় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মনিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ জি এম রবিউল ইসলাম ফারুকী, সহকারী অধ্যক্ষ সমীর কান্তি হালদার সহ উক্ত কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা,ও ছাত্রছাত্রীবৃন্দ। নিহত লাবনীকে গত ২৯শে আগস্ট তার শ্বশুর বাড়িতে নির্মম ভাবে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়।
লাবনী হত্যার দ্রুত বিচারের দাবিতে সমীরকান্তি হালদার বলেন,লাবনীকে তার শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিত ভাবে হত্যা করে হাতের শিরা কেটে দিয়েছে। অথচ পুলিশ সেই সব খুনিদের বিরুদ্ধে কোন মামলা নেয়নি। এই হত্যাকান্ডের সাথে জড়িত তার স্বামী পরেশ ও তার বাবা মা সহ প্রকৃত দোষিদের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যব্স্থা নিতে জোর দাবি জানানো হয়।
Leave a Reply