আন্তর্জাতিক ডেস্ক ।।
জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় পাকিস্তানকে ৩০ কোটি ডলারের সহায়তা বাতিলের ঘোষণা দিলো যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। এর আগে, বিলিয়ন বিলিয়ন অর্থ সাহায্য নিয়েও পাকিস্তান যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার (১ সেপ্টেম্বর) পেন্টাগনের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ফকনার বলেছেন, পাকিস্তানের জন্য বরাদ্দকৃত অর্থ মার্কিনীদের কল্যাণে অন্য যেকোনো জরুরি প্রয়োজনীয়তায় ব্যয় করা হবে।
গত জানুয়ারিতে এ ধরণের পরিকল্পনা নেওয়া হলেও, এবার তা অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসে তোলা হবে বলেও জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
পাকিস্তানের তীব্র সমালোচনা করে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটি নিজেদের মাটিতে হাক্কানি নেটওয়ার্ক ও আফগান তালেবানদের মতো জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধে কোনো ব্যবস্থাই নিতে পারেনি।
ফকনার বলেন, জঙ্গিদের জন্য স্বর্গরাজ্য না হতে পাকিস্তানকে পরামর্শ দিচ্ছি আমরা। দেশটি যাতে জঙ্গিবাদের অন্ধকার ঠেলে আলোর দিকে তাকায়। সেখানে শক্তি প্রদর্শনরত সবকয়টি জঙ্গি গোষ্ঠীর শিকড় উপরে না ফেলা পর্যন্ত আমরা পাকিস্তানের ওপর চাপ অব্যাহত রাখবো।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে এমন এক সময়ে এ ধরণের ঘোষণা এলো, যখন পাকিস্তানের নব নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সাক্ষাতের কথা চলছে।
Leave a Reply