ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসন কাপ ক্রিকেট টূর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের দলকে হারিয়ে ঝিকরগাছা ক্রিকেট একাডেমী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শুক্রবা বিকাল ৩টায় ঝিকরগাছা বিএম হাই স্কুলের মাঠে টসেজিতে ঝিকরগাছা ক্রিকেট একাডেমীর ক্যাপ্টেন কৌশিক ব্যাড করার সিদ্ধান্ত গ্রহণ করে নির্দ্ধারিত ১৫ ওভারে ৯ ইউকেট হারিয়ে ১১২ সংগ্রহ করে এবং অপরদিকে ১১৩ রানের টার্গেটে ব্যাড করতে নেমে উপজেলা প্রশাসন ক্রিকেটদল ১৩ ওভার ৫ বলে সবকটি ইউকেট হারিয়ে ৯৩ রান করে। খেলায় ৫ ইউকেট পেয়ে ম্যান অব দা ম্যাচের পুরুস্কার গ্রহণ করেন বিজয়ী দলের এনামুল হক। খেলার পরিশেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরুস্কার তুলে দেন খেলার মাঠের প্রধান অিতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রিড়া পরিষদের সাধারন সম্পাদক মুছা মাহমুদ, জেলা পরিষদের সদস্য ইকবাল আহম্মেদ রবি, স্পোট্স ক্লাবের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক ফিরোজ জামান তুলি, মিডিয়া সম্পাদক আবু সাঈদ মিলন, সদস্য আফজাল হোসেন চাঁদ, শেখ রাসেল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক একরামুল হক খোকন, ক্রিকেট একাডেমীর সাধারন সম্পাদক শাহারুল আলম হ্যাপি, বাঁকড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ শামসুর রহমান প্রমূখ। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন গোলাম সরোয়ার, আসাদুজ্জামান ও হাসান আল মামুন। ধারাভার্ষে ছিলেন আশরাফুজ্জামান বাবু ও আবু রায়হান রাজ।
Leave a Reply