মনিরামপুরে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১.৩০ থেকে ২ টার সময়ের মধ্য এই আগুন লেগে মুহূর্তেই তা পাশের দোকান ও বাড়িতে ছড়িয়ে পড়তে থাকে । এই সময় আমাদের বাহিনীর সদস্যরা প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। এর পর আমরা যখন ভেতরে প্রবেশ করি তখন একটি পোড়া লাশ দেখতে পায় ।
এলাবাসী জানাই, প্রতিদিনের মতো আমরা ঘুমিয়ে ছিলাম হঠাৎ রাতে এক বিশাল শব্দে আমাদের ঘুম ভেঙ্গে যায়। বাইরে এসে দেখি মোড়ে আগুন জ¦লছে । আমরা অনেকেই সেই সময় দোকানের আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করেছিলাম কিন্তু অবস্থা খারাপ দেখে মনিরামপুর ফায়ার সার্ভিস অফিসে ফোন করি । এর পর তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন । একটু পরে জানতে পারি এর ভেতরে একটি পোড়া লাশ রয়েছে । লাশ এমন ভাবে পোড়ে গেছে তার অবস্থা দেখে কেউ তাকে চিনতে পারছে না । এই সময় আমরা সবাই একে অপরের বাড়ির সকল সদস্যর খবর নিতে থাকি । এমন সময় কলেজ পাড়ার বুধো চাকলাদারের ছেলে আজাদ চাকলাদারের কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা এমন খবর সকলের মুখে মুখে । কিন্তু লাশ দেখে বোঝার কোন উপায় নেই ।
কথা হয় নিখোঁজ হওয়া আজাদের ছোট ভাইয়ের সাথে , তিনি বলে আমার ভাইকে গত কাল রাত ১০ পর থেকে খুজে পাচ্ছি না । এখন দেখছি দোকানের ভেতর একটি লাশ কিন্তু দেখে বোঝার উপায় নেই যে সে আমার ভাই । আমার ভাই মাঝে মাঝে এমন ভাবে যেখানে সেখানে চলে যায় । তাই পরিস্কার করে বলতে পাছিনা এই পোড়া লাশটি আমার ভাই আজাদ ।
আজাদের পিতা বুধো চাকলাদার জানান , আমার ছেলে নিখোঁজ হয়েছে সত্য কথা কিন্তু এই লাশ যে আমার ছেলের তা আমি কিভাবে মেনে নেবো ।
মুদিরর দোকানদার জয়লালের নিকট লাশের ব্যাপারে জানতে চাইলে তিনি বলে আমি কিছু জানি না । কোথা থেকে কি হয়ে গেলো বুঝতে পারছি না । প্রতি দিনের মতো আমি দোকান বন্দো করে বাড়ি চলে যায় । তারপর এই ঘটনা গুলো ঘটে গেলো । সে কি ভাবে আমার দোকানে ভেতর গেলো । আমার সব শেষ হয়ে গেছে আমার একমাত্র সম্বল এই দোকান আমি আজ থেকে বহু বছর ধরে এই মোড়ে দোকানদারী করি । আজ আমার সব পোড়ে ছাই । আমার ৮ লক্ষ টাকার মালামাল সব এখন ছাই হয়ে গেছে । কি ভাবে আমি চলবো এই দোকানের আয়ের উপর নির্ভর করে আমার পরিবার বেঁচে আছে ।
আগুনে পোড়ে যাওয়া দোকান , মৃত ব্যক্তি বিষয়ে নিশ্চিত করেছেন স্থানীয় চেয়ারম্যান সামছুল হক মন্টু , ৭ নং ওর্য়াড ইউপি সদস্য তাজু আহম্মেদ ।
রাজগঞ্জ তদন্ত অসি আকরামুল হোসেন বলেন, লাশ এমন ভাবে পোড়েছে যে দেখে বলা যাচ্ছে না কে এই ব্যক্তি । আর কি ভাবে সে ভেতরে এলো বা কি ভাবে আগুন লেগেছে তা এখন বলা সম্ভাব নয় । লাশ মমনা তদন্তের জন্য নিয়ে যাচ্ছি । আশা করছি মমনা তদন্ত ও (ডি এন এ) পরিক্ষার পর এর আসল রহস্য জানা যাবে ।
Leave a Reply