মণিরামপুর প্রতিনিধি: মণিরামপুরের খান ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ইউনিয়নের মাছনা নতুন বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। ওয়ার্ড আ’লীগ সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে¡ ও যুবলীগ নেতা জাহিদ হাসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ, উপজেলা আ’লীগের তরুন নেতা সন্দীপ ঘোষ, ইউনিয়ন আ’লীগ সাধারণ আবুল কালাম আজাদ মিলন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাবেক সাধারণ সম্পাদক কাজী তাজাম্মুল হুসাইন টিটো, সাবেক আহবায়ক মনিরুজ্জামান মিল্টন। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ছাত্রলীগনেতা মাহবুর রহমান, রবিউল ইসলাম রবি প্রমূখ। আলোচনা শেষে ১৫ আগষ্টে নিহত বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার শান্তি কামনা করে মিলাদ মাহফিল, দোয়া ও গনভোজ অনুষ্ঠিত হয়।
Leave a Reply