নুরুল হক, মণিরামপুর, যশোর : মণিরামপুরে স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় প্রয়ত সাবেক সংসদ অ্যাড. খান টিপু সুলতানের বাসভবনে অনুষ্ঠিত দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি পালিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মরহুম খান টিপু সুলতানের সহধর্মীনি ডাঃ জেসমিনারা। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবাহক অরবিন্দু হাজরার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক সেলিম রেজার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ, দূর্গাপদ সিংহ, টিপু সুলতানের ঐক্য পরিষদের আহবায়ক হুমায়ুন সাদাব, পৌর কাউন্সিলর ও আ’লীগ নেতা গৌর কুমার ঘোষ, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি কামাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, সেচ্চাসেবক লীগ নেতা শরিফুল ইসলাম ডলার, আবু রায়হান, শহিদ প্রমুখ।
Leave a Reply