নিজস্ব প্রতিবেদক:
যশোরের ঝিকরগাছায় স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে শুক্রবার রাতে ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির।
ঝিকরগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুছা মাহামুদ।
স্বেচ্ছাসেবক লীগ নেতা শামছুজ্জোহা লোটাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মাঝে উপস্থিত ছিলেন সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল কাদের আজাদ, সাবেক দপ্তর সম্পাদক শাহিন-উল-কবির, জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি, শাহানা আক্তার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল হাই, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন চেয়ারম্যান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইলিয়াস মাহামুদ, সদস্য তাজউদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি হজরত আলী মন্টু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোকলেছুর রহমান কেটি, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর সভাপতি ফারুক হোসেন, পৌর যুবলীগের যুগ্ম-আহবায়ক আশরাফুল ইসলাম, মনিরুল আলম মিশর, আলিমুল মৃধা, ছাত্রলীগ নেতা আবু সাঈদ মিলন, শেখ ইমরানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Leave a Reply