মোঃ আয়ুব হোসেন (পক্ষী) বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল চেকপোষ্টে ৩ লক্ষ ৫৬ হাজার ভারতীয় রুপি সহ ১ জন পাসপোর্টযাত্রীকে আটক করেছে কাষ্টমস শুল্ক গোয়েন্দারা।
শুক্রবার সকাল ৮ টার সময় তাদের কাষ্টমস বাউন্ডারীর ভিতর থেকে আটক করা হয়।
বেনাপোল কাষ্টমস শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ কবির হোসেন জানান, কাষ্টমসের স্ক্যানিং শেষে আটককৃত যাএীকে সন্দেহের ভিত্তিতে কয়েকজন কাষ্টমস কর্মকর্তার মাধ্যমে চেকপোষ্ট কাষ্টসম এর ভিতর পর্যবেক্ষন করার পর কাষ্টমস এর ভিতর ডেকে তাকে তল্লাশি করা হয়। তখন তাদের পায়ের মোজা থেকে বিশেষ কায়দায় লোকানো থাকা ৩ লক্ষ ৫৬ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। যা বাংলাদেশী টাকার পরিমান ৪ লক্ষ ৬৩ হাজার ৷
আটককৃত যাত্রী শরিয়তপুর জেলার, জাজিরা থানার, জয়নগর গ্রামের আবছার হাওলাদারের ছেলে সফিকুল ইসলাম ।
আটককৃত টাকা কাষ্টমস হাউজের শুল্ক গুদামে জমা করা হবে এবং পাসপোর্ট যাত্রীদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
Leave a Reply