মনিরামপুর প্রতিনিধি ॥ মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের পুলিশের এস আই দুলাল বিশ্বাসের মেয়ে অর্পিতা বিশ্বাস চলতি বছর এইচ এস সি পরীক্ষায় ফেল করায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
গত ১৯শে জুলাই বৃহষ্পতিবার এইচ এস সি পরীক্ষার ফল ঘোষনার পর সে অকৃতকার্য হওয়ায় সংবাদ পেয়ে (ফরিদপুরের রাজবাড়ি তার পিতার কর্মস্থলে এলাকার বাসায়)অভিমান করে নিজে নিজে শরীরের বিভিন্ন শিরা কেটে ফেলে এবং সর্বশেষে নিজের উড়না গলায় পেচিয়ে আত্মহত্যা চেষ্টা করে। পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে যাওয়ার পতে তার মৃত্যু হয়। ২০শে জুলাই শুক্রবার সকালে তার নিজ এলাকায় গরীবপুর মহাশ্মানে শেষকৃত্য সম্পন্ন হয়। মেয়ের অকাল মৃত্যুতে পুলিশ কর্মকতা দুলাল বিশ্বাস শোকে মুহ্যমান হয়ে পড়েছেন এবং এলাকায় শোকের ছায় নেমে এসেছে। মৃত অর্পিতা বিশ্বাস দুই বোনের মধ্যে বড় এবং তার দাদু বাড়ি একই ইউনিয়নের কৃষ্ণবাটী গ্রামে।
Leave a Reply