মনিরামপুর কণ্ঠ ডেক্স।।
যশোরের মনিরামপুরে বিয়ের অনুষ্টানে যাবার সময় সড়ক দূর্ঘটনায় আকলিমা বেগম(২৫) নামে এক গৃহবধু মারাগেছে। একই ঘটনায় একই পরিবারের শিশুসহ চারজন গরুতর আহত হয়েছে। তাদের মধ্যে বাবার আলীর (৪৫) অবস্থা আশংকাজনক। তাকে উন্নত চিকিৎসা দিতে ঢাকায় রের্ফাড করা হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে যশোর -রাজগঞ্জ সড়কের ভান্ডারির মোড় সাহা ইটের ভাটার সামনে ঘটেছে। নিহতের লাশ এখন যশোর জেনারেল হাসপাতালে মর্গে রয়েছে । আহরা যশোর সার্জরী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।নিহত আকলিমা বেগম যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের সোজাউদ্দিনের স্ত্রী । আহতরা হল তার মেয়ে শেফা(৩), আকলিমার ভাশুর বাবার আলী, ভাশুরের মেয়ে ইতি(৯)ও ছেলে সোহান (১০)।
প্রতাক্ষদর্শি,পুলিশ ও নিহতের সজনরা এপ্রতিনিধিকে বলেন,বারর আলী সে তার পরিবারের লোকজন নিয়ে ইজিবাইকে করে মনিরামপুর উপজেলার চাকলা কাঠালতলা গ্রামের একটি বিয়ের অনুষ্টানে যাচ্ছিলেন। যশোর- রাজগঞ্জ সড়কের ভান্ডারির মোড় সাহা ইটের ভাটার সামনে পৌছালে পিছন থেকে একটি বাস তাদেও ইজিবাইককে ধাক্কা দেয়। ফলে ঘটনাস্থলেই আকলিমা মারা যায়। এসময় গরুতর আহত হন বাবর আলীসহ শেফা, ইতি(৯)ও ছেলে সোহান (১০)। পরে স্থানীয় লোকজন আহতদের নিহতের লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার কাজল মল্লিক এপ্রতিনিধিকে বলেন, সড়ক দূর্ঘটনায় আহদের অবস্থা আশংকাজনক ২৪ ঘন্টা পার না হলে কিছু বলা যাবে না।
হাসপাতালের সার্জারী ওয়ার্ডের ডাক্তার এসএম তহিদুর রহমান বলেন, সড়ক দূর্ঘটনায় আহত বাবার আলীর মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়েছেন। এবং বুকের হাড় ভেঙ্গে গেছে প্রচুর ব্লিডিং হচ্ছে। তার অবস্থা খুবই আশংকাজনক তাই তাকে উন্নত চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়েছে।
খেদাপাড়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই আইন উদ্দন বলেন, তিনি সড়ক দূর্ঘটনার কথা শুনে ঘটনাস্থলে টু- আইসিকে পাঠিয়েছেন।
Leave a Reply