মনিরামপুর প্রতিনিধি: যশোর-৫ মনিরামপুর আসনের আওয়ামীলীগ দলীয় সাবেক এমপি প্রয়াত মুক্তিযোদ্ধা খান টিপু সুলতানের সহধর্মীনি ডাঃ জেসমিন আরা বেগম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝি হবেন এমন শ্লোগান দিয়ে আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। আওয়ামীলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ঘোষিত ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটকে স্বাগত জানিয়ে শুক্রবার বিকালে এই মিছিল ও সমাবেশ করা হয়। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে এসকল আয়োজন করা হয়। র্যালী ও শো-ডাউনে নেতৃত্ব দেন সাবেক এমপি প্রয়াত খান টিপু সুলতানের সহধর্মীনি ডাঃ জেসমিন আরা বেগম, ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা দূর্গাপদ সিংহ, ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, ইউপি চেয়ারম্যান মাষ্টার জহুরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, পৌর কাউন্সিলর গৌর কুমার ঘোষ, মরহুম টিপু সুলতানের পুত্র হুমায়ুন সুলতান সাদাব, উপজেলা মহিলা আ’লীগের সাবেক সভাপতি আমেনা বেগম, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি দেবাশীষ সরকার বাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক অরবিন্দ হাজরা, শরিফুল ইসলাম প্রমুখ। র্যালী শেষে পৌরসভা গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচন উপলক্ষে আগেভাগে ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করার পরিবেশ তৈরি করতে হবে। বক্তারা যশোর-৫ আসনে নৌকার মাঝি হিসেবে ডাঃ জেসমিন আরা বেগমকে দেখতে চান।
Leave a Reply