মণিরামপুর(যশোর)প্রতিনিধি: মণিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে শাকিল হোসেন (১২) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে রাজগঞ্জ-পুলেরহাট সড়কের কোদলাপাড়া ঝাউতলা নামক স্থানে এঘটনা ঘটে। নিহত শাকিল কোদলাপাড়া গ্রামের চা দোকানদার মিজানুর রহমান বশিরের একমাত্র সন্তান। সে খেদাপাড়া পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। স্থানীয়রা ঘাতক ট্রাকটি (যশোর ট-১১-০৮৪১) ও তার চালক সুনিল মন্ডলকে (৪৫) আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। সুনিল মন্ডলের বাড়ি যশোরের রাজারহাট এলাকায়। সে নিজেই ট্রাকের মালিক। নতুন ট্রাকটি কিনে আজই (বৃহস্পতিবার) প্রথম সে ভাড়া টানছিল। ঘটনা স্থল থেকে জানা যায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে স্কুল ছেড়ে বন্ধু শান্তর সাথে সাইকেলে চড়ে বাড়ি ফিরছিল শাকিল। তারা কোদলাপাড়া ঝাউতলা মোড়ের কাছে পৌঁছুলে ধান বোঝাই একটি ট্রাক পিছন থেকে এসে শাকিলকে ধাক্কা দেয়। এতে পড়ে গিয়ে ট্রাকের সামনের চাকায় পিষ্ঠ হয়ে রক্তাক্ত জখম হয় শিশুটি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
তবে স্থানীয়রা জানান,ঘটনাস্থলেই মারা গেছে শিশুটি। এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি মূল সড়ক ছেড়ে পাশের শেখপাড়া গ্রামের ভিতরে ঢুকে পড়ে। তখন গ্রামবাসী ওই গ্রামের মাদরাসা মোড়ে ট্রাকটি আটক করে। এসময় দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে খেদাপাড়া ক্যাম্প ও থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। পরে পুলিশ ট্রাক ও তার চালককে হেফাজতে নেয়। খেদাপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আইনুদ্দিন ও থানার এসআই তাপস কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এসআই তাপস বলেন,‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। ট্রাক ও চালক আমাদের হেফাজতে আছে।’
Leave a Reply