নূরুল হক, মণিরামপুরঃ-
মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রয়াত বর্ষিয়ান জননেতা ইউপি চেয়ারম্যান মরহুম সরদার বাহাদুর আলীর স্মরণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সাংসদ অ্যাড. পিযুষ কান্তি ভট্টাচার্য্য। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা আওয়ামীলীগের সদস্য উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন। জেলা ছাত্রলীগের সাবেক নেতা সন্দীপ ঘোষের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আ’লীগ নেতা অ্যাড. বশীর আহম্মেদ খান, মিকাইল হোসেন, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম মিলন, ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, মরহুম সরদার বাহাদুর আলীর পুত্র প্রভাষক আলমগীর শরীফ মুকুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারেক মির্জা, কাজী তাজামুল হোসেইন টিটো, সাবেক আহবায়ক আহবায়ক মনিরুজ্জামান মিল্টন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, যুগ্ম-আহবায়ক ফজলুর রহমান, ফরহাদ হোসেন প্রমুখ।
ইফতার পূর্ব আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াত সাবেক সংসদ অ্যাড. খান টিপু সুলতান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা, জেলা কৃষকলীগের নেতা শফি কামালসহ প্রয়াত অন্যান্যদের রুহের মাগফিরত কামনা করা হয়।
Leave a Reply