মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরের কুখ্যাত আফসার রাজাকারের ভাই নিছার আলীর নামে অটিষ্টিক ও প্রতিবন্ধী স্কুল উদ্বোধনের প্রতিবাদে মিছিল-সমাবেশ করেছে উপজেলা ছাত্রলীগ।
রবিবার দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনের নেতা-কর্মীরা।
এতে বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ, যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন, ফজলুর রহমান, কলেজ ছাত্রলীগের আহবায়ক হাবিবুর রহমান দ্বীপ, যুগ্ম আহবায়ক জামিল হোসেন জনি, আবু সালেহ, সাদ্দাম হোসেন, ছাত্রলীগ নেতা সোহাগ হোসেন মাহবুবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।
এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক নেতা সন্দীপ ঘোষ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাজাম্মুল হুসাইন, প্রভাষক আজিমুল বারি প্রমূখ। উল্লেখ্য, মনিরামপুরের কুখ্যাত আফসার রাজাকারের ভাইয়ের নামে স্কুল উদ্বোধন করেন স্থানীয় এমপি স্বপন ভট্টাচার্য্য।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাজরাকাটি-বেলতলা বাজারে নিছার আলী মেমোরিয়াল অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় নামের এ প্রতিষ্ঠানটি উদ্বোধন করায় স্থানীয় মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনার ঝড় উঠছে ।
Leave a Reply