মোঃ আয়ুব হোসেন(পক্ষী)শার্শা উপজেলা, বেনাপোল প্রতিনিধি :-
যশোরের বেনাপোল কাস্টমস হাউসে সহজ, দ্রুত শুল্কায়ন ও আমদানী ভোগান্তি নিরসনে প্রথমবারের মতো নথির পরিবর্তে ফোল্ডার ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা হয়েছে। বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা মৃণাল কান্তি সরকার এ তথ্য নিশি^ত করেছেন। তিনি জানান, বেনাপোল কাস্টমস হাউসে প্রথমবারের মতো নথির পরিবর্তে ফোল্ডার ব্যবস্থাপনা পদ্ধতি চালু করা হয়েছে। দ্রুত ও সহজে শুল্কায়ন প্রক্রিয় সম্পন্ন করার জন্য এ ব্যবস্থা প্রবর্তন করা হয়। আগে আমদানীকৃত চালান নথির মাধ্যমে শুল্কায়ন হতো। এতে শুল্কায়নে বেশি সময় লেগে যেত এবং পন্য খালাসে অনাকাংখিত বিলম্ব হতো। রাজস্ব কম আহরণের পাশাপাশি অসন্তোষ ছিল।
ফোল্ডার ব্যবস্থা চালুর ফলে নথির পাশাপাশি প্রযোজ্য ও অগ্রাধিকার ক্ষেতে ফোল্ডারের মাধ্যমে শুল্কায়ন প্রক্রিয়া সম্পন্ন হবে। এ ব্যবস্থায় আমদানী রপ্তানী চালান শুল্কায়নের সার্বিক কর্মকান্ডে গতি সঞ্চার,শুল্কায়ন প্রক্রিয়ার সময় হ্রাসসহ কাস্টমস হাউসের সামগ্রিক রাজস্ব বাড়াতে সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি। গুরুত্বপূর্ণ অংশীজনের অনুরোধের প্রেক্ষিতে বানিজ্য ও জনবান্ধব শুল্কায়ন পদ্ধতি উদ্ভাবনের জন্য ব্যাপক পরীক্ষা নিরীক্ষার পর কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী এ পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেন। পরে এ-সংক্রান্ত এক নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়,ফোল্ডার ব্যবস্থাপনা পদ্ধতির আওতাভুক্ত সব সরকারি,আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান কর্তৃক আমদানী পন্য চালান,আমদানির চাল,গম,তুলা,পাম্প,ুক্লংকার,পেঁয়াজ,রসুন,আদা,পান,শুকনা মরিচ,কাঁচামরিচ,তাজা ফুল,লিকুইড গ্যাসের পন্যচালান,বন্ডের আওতায় আমদানীকৃত পন্য চালান ও আমদানী সব প্রকার চেসিস চালান রাজস্ব কর্মকর্তা ও সহকারী বা ডেপুটি কশিনার পর্যায়ে চুড়ান্ত সিদ্ধান্ত হয়ে শুল্কায়িত হবে। নতুন প্রবর্তিত পদ্ধতি সম্পর্কে শুল্কায়ন গ্রুপের সরকারি রাজস্ব কর্মকর্তাদের ধারণা দেওয়ার উদ্দেশ্য ১৬ জানুয়ারি একটি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজস্ব আহরণের গতি ত্বরাম্বিত করার পাশাপাশি বৈধ বানিজ্য সহায়তাকরণ,অপবানিজ্য প্রতিরোধ ও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে এ সংস্কার নেওয়া হয়েছে।
Leave a Reply