মণিরামপুর প্রতিনিধিঃ
মণিরামপুরের কুখ্যাত আফছার রাজাকারের ভাইয়ের নামে অটিষ্টিক স্কুল উদ্বোধন করেছেন স্থানীয় এমপি স্বপন ভট্টাচার্য্য। বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাজরাকাটি-বেলতলা বাজারে নিছার আলী মেমোরিয়াল অটিষ্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় নামের এ প্রতিষ্ঠানটি উদ্বোধন করায় মুক্তিযোদ্ধা,আওয়ামীলীগসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
স্থানীয় মুক্তিযোদ্ধা আসমানতুল্যা ক্ষোভ করে বলেন, মুক্তিযুদ্ধের সময় হাজরাকাটি গ্রামের আফসার আলী মোড়ল কুখ্যাত রাজাকার ছিলো। সে মুক্তিযোদ্ধাসহ মুক্তিযোদ্ধাদের সহায়তাকারি পরিবারের ওপর ব্যাপক অত্যাচার নির্যাতন চালায়। তার সহোদর নিছার আলীও প্রকাশ্যে রাজাকারদের সহায়তাকারি ছিলো। আফছার রাজাকারের হাতে ৭১’সালে মুক্তিযুদ্ধের সংগঠক ডাঃ তোফায়েল হোসেন, ৭১ সালের ২৪ ভাদ্র হাজরাকাটি গ্রামের মোন্তাজ মোড়লসহ সাবেক আ’লীগ নেতা ওমর আলী সানা, শাহালী সানাকে খেজুর গাছে বেঁধে রাখে। আজ অবধি তার খোঁজ পায়নি পরিবার। তাদের পরিবারের সবাই জামায়াত-বিএনপি সমর্থক। নিছার আলীর নামে স্কুল উদ্বোধন করায় তারা চরম কষ্ট পেয়েছেন বলেও তিনি জানান।
উল্লেখ করা যেতে পারে, ১৯৭১ সালের ২৩ অক্টোবর স্বাধীনতাকামি পাঁচ সূর্য্য সন্তান মুশফিকুর রহমান তোজো, সিরাজুল ইসলাম শান্তি, ফজলুর রহমান ফজলু, আহসান উদ্দীন খান মানিক ও আসাদুজ্জামান আসাদকে নির্মমভাবে হত্যার পিছনেও আফসার রাজাকারের হাত ছিলো বলে অনেকে জানান। অবশ্য ভিন্ন মত প্রকাশ করেন স্থানীয় মশ্মিমনগর ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম। তার দাবি নিছার আলী মোড়লের বড় ছেলে মিন্টু বছর চারেক আগে থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলাউদ্দিন বলেন, আফসার আলী মোড়ল উপজেলার তালিকাভ’ক্ত শীর্ষ রাজাকার। এমন একজন কুখ্যাত রাজাকারের ভাইয়ের নামে স্কুল উদ্বোধন করা মুক্তিযুদ্ধের চেতনায় আঘাতের শামিল।
উপজেলা আ’লীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান বলেন, নৌকার বিপক্ষে নির্বাচন করে এমপি নির্বাচিত হয়ে পুনরায় দলে এসে এভাবে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত দিবেন, তা কোন ক্রমেই মেনে নেয়া যায় না। এ ব্যাপারে জানতে এমপি স্বপন ভট্টাচার্য্যরে ব্যবহৃত (০১৭১২২৩৮৬৪৫) মুঠোফোনে ফোন দিলেও তিনি রিসিভ করেনি বিধায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
Leave a Reply