জাহিদ হাসান রহিতা(মনিরামপুর):যশোর জেলার ব্যাস্ততম সড়কের ভিতর পুলেরহাট-রাজগঞ্জ সড়কটি অন্যতম। অন্য সড়কের ন্যায় এই সড়কেও অন্য যানবাহনের সঙ্গে মোটরসাইকেল চলাচল করে।এ সড়কে এ বাহন দিনে দিনে যেমন জনপ্রিয় হচেছ তেমনি এ বাহনের বিরুদ্ধে বেপরোয়া চলাচল অভিযোগ জোরালো হচ্ছে। আর এই ব্যাস্ততম সড়কে মোটরসাইকেলের বেপরোয়া চলাচলের কারণে একের পর এক ঘটছে দুর্ঘটনা এবং নিহতসহ পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে পথচারী ও যাত্রীদের।মোটরসাইকেল চালকদের বেপরোয়া চালানোর কারণে স্কুল-কলেজ পড়–য়া শিক্ষার্থীরা যেমন আতংকে তেমনি পথচারীরাও। জানা গেছে,পুলেরহাট বাজার থেকে রাজগঞ্জ সড়কে প্রতিদিনই মোটরসাইকেল চলছে বেপরোয়া গতিতে। যা তাদের নেই কোন ড্রাইভিং লাইসেন্স এবং জানেনা কোনো ট্রাফিক আইন। এসব উঠতি বয়সে ছেলেরা উচ্চ গতির মোটরসাইকেল বেপরোয়া চালিয়ে প্রতিনিয়তই ঘটছে ছোটবড় দুর্ঘটনা। জানা গেছে এই সড়কে যত দুর্ঘটনা ঘটে সবচেয়ে বেশি বেপরোয়া মোটরসাইকেল চালানোর কারণে। এদিকে , সচেতন নাগরিক সমাজ বলছে, স্থানীয় প্রশাসন যদি একটু তৎপর হয়,তাহলে কিছুটা রোধ করা সম্ভব উঠতি বয়সী যুবকদের বেপরোয়া গতির মোটরসাইকেল চালানো।
Leave a Reply