নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার-ডি-লিট ডিগ্রি অর্জন করায় মনিরামপুরে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ। মঙ্গলবার উপজেলা ছাত্রলীগের ব্যানারে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এই আনন্দ মিছিল বের করা হয়।
গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শোষণমুক্ত, বৈষম্যহীন সমাজ গঠন এবং গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন, দারিদ্র দূরীকরণ ও আর্থ-সামাজিক উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখার জন্য এই ডিগ্রি প্রধান করে পশ্চিমবঙ্গের এই বিশ্ববিদ্যালয়টি।
ভারতীয় বিশ্ববিদ্যালয়ের এমন স্বীকৃতিতে মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ মুরাদুজ্জামান মুরাদ এর নেতৃত্বে এ আনন্দ মিছিল উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়জ গুলো প্রদক্ষিণ করে।
এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ফজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সদস্য ওলিয়ার রহমান, হাবিবুর রহমান দীপ, মাহবুর রহমান, সাইদুর রহমান জনি, সাদ্দাম হোসেন, রাজু আহম্মেদ, সাঈদ হোসেন, আবু সুফিয়ান আল মামুন, মোশারফ হোসেন, মঈন হোসেন প্রমূখ।
Leave a Reply