মোঃ আয়ুব হোসেন(পক্ষী)বেনাপোল প্রতিনিধি:-
যশোর বেনাপোলে আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস তল্লাশি কেন্দ্রে বুধবার দুপুরে রাধাকৃষ্ণের দুইটি মূর্তি জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নমিতা রায় জানান, দুলালকুমার ঘোষ নামে এক যাত্রীর ব্যাগ তল্লাশিকালে পিতলের তৈরি রাধাকৃষ্ণের দুটি মূর্তি পাওয়া যায়। দুলাল ঘোষ ঢাকার কেরানীগঞ্জের নিত্যানন্দ ঘোষের ছেলে। তার পাসপোর্ট নম্বর পিকিউ-০৫৫৩৩৪৬। তিনি ভারত মূর্তি দুটি আনেন। লাগেজ চেক করার সময় কাস্টমস কর্তৃপক্ষ মূর্তি দুটি জব্দ করে। মূর্তি দুটির ওজন ৩৩ কেজি।
জব্দ করা মূর্তি বেনাপোল কাস্টম হাউজে জমা দেওয়া হয়েছে। আমদানিনিষিদ্ধ না হওয়ায় যাত্রী দুলালকুমার ঘোষকে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
Leave a Reply