অমারেশ কুমার বিশ্বাস রাজগঞ্জ (যশোর) থেকে:: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রকল্পের “পুলেরহাট টু কুমিরা সড়ক”, যেটা তৈরির মাত্র তিনমাস হতে না হতেই বিভিন্ন স্থানে ফাটল ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। ২১শে মে ২০১৮, সরেজমিনে দেখা যায় রাস্তার বড় বড় ফাটল ও গর্তের স্থানগুলোতে সংস্কার চলছে। জনমনে প্রশ্ন দেখা দিয়েছে, প্রধানমন্ত্রীর “বিশেষ”প্রকল্পের কাজ যদি মাত্র তিনমাসেই নাজুক অবস্থার সৃষ্টি হয় এবং সংস্কারেরর প্রয়োজন হয় তাহলে, আমাদের সরকারের প্রকৌশল বিভাগ ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেন কোন ব্যাবস্থা নেয়া হচ্ছে না?! এসময় ঠিকাদারের প্রতিনিধি সাকিব পজানান আগামি দুই বছর এই সড়কটি তাদেরকে দেখাশোনা করে যেতে হবে, এবং তিনমাসেই রাস্তার এরূপ বেহাল অবস্থার কারন জিজ্ঞেস করলে তিনি সুকৌশলে এড়িয়ে যান। এ প্রসঙ্গে দোদাড়িয়া গ্রামের হাবিবুর রহমান বলেন,সরকারের এই বিপুল অর্থব্যয়ে নির্মিত সড়কটি অতি অল্পসময়েই নষ্ট হলে সরকারের উন্নয়নের ধারা স্থিমিত হয়ে পড়বে এবং প্রধানমন্ত্রীর উন্নয়ন মিশন ব্যাহত হবে যদি এখনই সঠিক ব্যাবস্থা গ্রহন করা না হয়।
Leave a Reply