নূরুল হক, মণিরামপুর প্রতিনিধি
মণিরামপুর উপজেলার ৮নং হরিহরনগর ইউনিয়ন পরিষদের নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎমূখর পরিবেশে সম্পন্ন হয়েছে। কোন সহিংস ঘটনা ছাড়ায় গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামীলীগের প্রার্থী মাষ্টার জহুরুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নির্বাচন অফিস সূত্রে জানাযায়, সীমানা জটিলতা ও মামলার কারণে গতকালই এই বিলম্বিত ইউনিয়নের পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনকে ঘিরে নানা আশংকা থাকা সত্বেও র্যাব, পুলিশ, আনসার ভিডিপিসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী প্রত্যেকটি কেন্দ্রে ব্যাপক উপস্থিতি ও তৎপরতা এবং ম্যাজিট্রেটের নেতৃত্বে ভ্রম্যমাণ আদালতের কঠোর অবস্থান, র্যাব ও টহল পুলিশের তদারকি, ভোটারদের ব্যাপক উপস্থিতিতেই কোন সহিংস ঘটনা ছাড়ায় সূষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বাভাবিক ভাবেই নির্বাচন সম্পন্ন হয়েছে। যশোরের পুলিশ সুপার আনিসুল হক নির্বাচনী কেন্দ্র গুলো পরিদর্শন করেন। এই নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ১৮৭৭২ জন। ০৯টি কেন্দ্রের প্রায় অর্ধশতাধিক বুথে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পার্টিসহ মোট পাঁচ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদদ্বন্দ্বিতা করেন। এতে আওয়ামীলীগের মাষ্টার জহুরুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ১১২৬২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি’র গাজী আব্দুস সাত্তর ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১৪১১ ভোট। সদস্য যথাক্রমে ১নং-ওয়ার্ডে মোসলেম উদ্দীন, ২নং- আব্দুল মান্নান, ৩নং- নাজিম হোসেন, ৪নং- শামছুর রহমান, ৫নং- আনোয়ার হোসেন, ৬নং-ইব্রাহিম, ৭নং- আবু বক্কর, ৮নং-আব্দস সাত্তার ও ৯নং- ওয়ার্ডে আব্দুল হামিদ নির্বাচিত হয়েছেন । সংরক্ষিত মহিলা আসনে ১নং- মেহেরুন নেসা, ২নং-ছবিরোন নেসা ও ৩নং আসনে ঝর্না খাতুন নির্বাচিত হয়েছেন।
Leave a Reply