বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন শুরু হয়েছে। পায়রা ও বেলুন উড়িয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সম্মেলনের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইনসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।
শুক্রবার (১১ মে) বিকাল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছানোর পর ছাত্রলীগের নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে সম্মেলনস্থল।
দুপুরের পর থেকেই লাল-সবুজের সাজে সজ্জিত হয়ে যশোর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা হাজির হতে থাকেন। জেলার বিভিন্ন থানা ও কলেজ শাখার নেতাকর্মীরা গতকাল রাতেই ঢাকায় এসেছিলেন। আজ দুপুরের আগেই সবাই জড়ো হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে দুপুরের দিকে নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে আসেন যশোর জেলা ছাত্রলীগের দুই কান্ডারী শাহী ও জিসান। সেখানে অন্যান্য নেতা কর্মীদের নিয়ে আগেই উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। সবাই একসাথে যখন হয়ে মিছিলটি সমাবেশ স্থলের দিকে যায় তখন সেটা ছিল চোখে পড়ার মত।
Leave a Reply