নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন আজ শুক্রবার (১১ মে)। বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে দেশের সবচেয়ে প্রাচীন এ ছাত্র সংগঠনটির সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, এরপর শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দুই দিনব্যাপী দ্বি-বার্ষিক এ সম্মেলনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া ছাত্র সংগঠনটি এর মাধ্যমে নিজেদের পরবর্তী নেতৃত্ব নির্বাচন করবে।
সম্মেলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলা, উপজেলা থেকে ছাত্রলীগের নেতাকর্মীদের জমায়েত হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। উদ্যানের গেটগুলোতে ভিড় বাড়ছে মিছিল করে আসা ছাত্রলীগ নেতাকর্মীদের। জানা যায়, ২৫ হাজারেরও বেশি ছাত্রলীগ কর্মী হাজির হয়েছেন।
সম্মেলন উপলক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকে সাজানো হয়েছে বর্নিল সাজে। সম্মেলন স্থলকে ছাত্রলীগের পতাকা সহ নানা রঙিন পতাকা, ফেস্টুন ও ব্যানার দিয়ে নান্দনিকভাবে সাজানো হয়েছে।
সম্মেলনকে ঘিরে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের এলাকাও সেজেছে বর্নিল সাজে। প্রতিটি হল এবং ভবনে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।
সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের চারদিকে নিরাপত্তাবলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্মেলনে প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন, তাই আরও বেশি সতর্ক রয়েছে প্রশাসন।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনে আরও উপস্থিত থাকবেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী সহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান অনেক নেতা-কর্মী।
বাংলাদেশ ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করবেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সঞ্চালনা করবেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।
Leave a Reply