মনিরামপুর কণ্ঠ ডেক্স।।
নারায়নগঞ্জে হকার উচ্ছেদ নিয়ে দুপক্ষের সংঘর্ষে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে মনোনয়ন চূড়ান্ত করতে ডাকা মনোনয়ন বোর্ডের সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে প্রধানমন্ত্রী বলেছেন ‘খোঁজ নাও তদন্ত করো। এর জন্য যে দায়ী তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে শামীমকেও বহিস্কার করবো, কিন্তু এসব সহ্য করা হবে না।’ প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র গুলো এই খবর নিশ্চিত করেছে।
Leave a Reply