আফজাল হোসেন চাঁদ ও ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা(যশোর) থেকে ।। যশোরের ঝিকরগাছার গদখালী ইউনিয়নের নবিবনগরের যশোর-বেনাপোল মহাসড়কে নবিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সোমবার দুপুর আড়াইটার দিকে কভার্ড ভ্যানের চাপায় আহসান উল্লাহ নামের ৩৫ বছর বয়সী একজন পুলিশের এসআই সড়ক দূর্ঘটনায় আহত হন এবং আহতকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত আহসান উল্লাহ যশোরের কেশবপুর উপজেলার চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। তিনি মুন্সিগঞ্জ জেলা সদরের চর আব্দুল্লাহপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার নাঈমুর রহমান জানান, সড়ক দূর্ঘটনায় নিহত এসআই আহসান উল্লাহ মোটরসাইকেল যোগে তার শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে হঠাৎ করে তার মোবাইল ফোনে কল আসায় তিনি রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বল ছিলেন। তখন বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কভার্ডভ্যান তাকে চাপা দেয় স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথিমধ্যে মৃত্যু হয়েছে।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়া জানান, নিহত এসআই আহসান উল্লাহ অল্প কয়েক দিনের মধ্যে পদোন্নতি পেয়ে ইনসপেক্টর হওয়ার কথা ছিল। মোটরসাইকেলে যোগে নবিবনগর গ্রামে তার শ্বশুরবাড়ি যাওয়ার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে তার পদোন্নতির কথা জানতে পারেন। ঠিক সেই মুহুত্বেই বিপরীত দিক থেকে আসা সুইট এ্যাকুভেট লিমিটেড এর কোম্পানীর একটি কভার্ডভ্যান তাকে চাপা দিয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার আব্দুল্লাহ আল মামুন বলেন, গাড়ীর চাকা পুলিশ কর্মকর্তার বাম পাশের পেটের ওপর দিয়ে যাওয়ায় তার নাড়িভুঁড়ি বেরিয়ে যায়। হাসপাতালের আনার পূর্বেই তিনি মারা যায়।
আসরবাদ যশোর পুলিশ লাইন জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামজে জানায় অনুষ্ঠিত। জানাযা শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়।
Leave a Reply