আফজাল হোসেন চাঁদ ও ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা(যশোর) থেকে ।। যশোরের ঝিকরগাছা থানার অর্ন্তগত নাভারণ ইউনিয়নের চারাতলা কলবার্ট সংলগ্ন থেকে নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির নিয়মিত তল্লাশী কর্যক্রম পরিচালনার মাধ্যদিয়ে ১ কেজি গাঁজা সহ নারী গাঁজা ব্যবসায়ী আটক হয়েছে।
ঘটনা সম্পর্কে নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়ার নিকট জানতে চাইলে তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবে সোমবার ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের চারাতলায় বেনাপোল থেকে যশোর গামী একটি বাস তল্লাশীকালে আঞ্জুয়ার ওরফে মনজু (২৮) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীর ব্যাগ তল্লাশী করে ১ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটক আঞ্জুয়ার ওরফে মনজু মনিরামপুর থানার রোহিতা গ্রামের মৃত তরিকুল ইসলামের স্ত্রী। এ সময় উপস্থিত ছিলো নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমান, এএসআই নুরে আলম, মামুন সহ সঙ্গীয় ফোর্স। এ ঘটনায় সম্পর্কে ঝিকরগাছা থানায় মামলায় মামলা হয়েছে মামলা নং ১৬, তাং- ২৩/০৪/২০১৮ইং।
Leave a Reply