অমারেশ কুমার বিশ্বাস,রাজগঞ্জ(যশোর):মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন বি এন পির ইউপি চেয়ারম্যান প্রার্থী আব্দুস গাজী সাত্তার । এ সময় তার দুই হাতে বেশ আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে যশোর পঙ্গু হাসপাতালে নেয়া হয়। রবিবার সকাল বেলা বাঁকড়ার হাজিরাবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ৮ নং হরিহরনগর ইউনিয়নের চেয়ারম্যান গাজী আব্দুস সাত্তার বাঁকড়া ডিগ্রি কলেজের প্রশ্ন আনার পথে হাজিরবাগে এই দুর্ঘটনা ঘটে । বর্তমান তিনি যশোর পঙ্গু হাসপাতালে ভর্তি অাছেন। দুই হাতের কব্জি ভেঙ্গে গেছে।
Leave a Reply