নিউজ ডেস্ক : যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকটি লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ৩টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়) অনুষ্ঠিত হবে। বর্তমানে বাকিংহাম প্যালেসে শুরু হওয়া ২৫তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে রয়েছেন শেখ হাসিনা ও মোদি।
এর আগে প্রায় এক বছর আগে দুই প্রধানমন্ত্রী সর্বশেষ শীর্ষ বৈঠকে মিলিত হয়েছিলেন। এর মধ্যে কোনো তৃতীয় দেশেও মুখোমুখি হননি তারা।
বাংলাদেশ-ভারত দুই দেশেই এবার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে লন্ডনের আজকের বৈঠককে বর্তমান সরকারের আমলে দুদেশের শেষ শীর্ষ পর্যায়ের বৈঠক মনে করা হচ্ছে।
Leave a Reply