আফজাল হোসেন চাঁদ ও ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা(যশোর) থেকে ।। যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলা পরিষদ প্রঙ্গণের মুক্ত মঞ্চে ২০১৬-১৭অর্থবছরে এলজিএসপি-৩ এর আওতায় উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে বাছাইকৃত ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিটিকে ১০টি করে সর্বমোট ১১০টি বাইসাইকেল প্রদান করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৮ লাখ ৮০ হাজার টাকা মাত্র। অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক মোঃ আব্দুল আওয়াল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড. মনিরুল ইসলাম মনির। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, জেলা পরিষদ সদস্য ইকবাল আহমেদ রবি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন, উপজেলা কৃষি অফিসার দীপঙ্কর দাশ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ চন্দ্র মন্ডল, উপজেলা সামাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আখতার সুলতানা, গঙ্গানন্দপুর ইউপি চেয়ারম্যান বদরুদ্দীন বিল্টু, ঝিকরগাছা সদর ইউপি চেয়ারম্যান আমির হোসেন, নাভারণ ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা শামছুজ্জোহা লোটাস প্রমুখ। অন্যান্য সরকারী-বেসরকারী কর্মকর্তা সহ ইউপি চেয়ারম্যানবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প কর্মকর্তা শিপ্রা রানী ঘোষ।
Leave a Reply