বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্তের ক্রাইম ফ্রী জোন এলাকা থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ৩৪ বাংলাদেশি নারী,পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরা। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
বুধবার(১৮ এপ্রিল) সকাল ১২ টার দিকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা
বেনাপোল সীমান্তের দৌলতপুর ও পুটখালী এলাকা থেকে তাদের আটক করে।
আটকৃতদের মধ্যে ১৮ জন পুরুষ ১৫ জন নারী ও এক জন শিশু রয়েছে। এদের বাড়ি বরিশাল, খুলনা, নড়াইলসহ বিভিন্ন জেলায়।
বিজিবি জানায়,গোপন সংবাদের মাধ্যমে বিজিবি খবর পায় যে ভারত সীমান্ত পার হয়ে এপারে অবস্থান করছে। পরে বিজিবি সদ্যসরা অভিযান চালিয়ে ৩৪ জনকে আটক করে। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।
২১ বিজিবি কমান্ডিং অফিসার লেঃ কর্নেল তারিকুল হাকিম জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
উল্লেখ্য গত (০৯ মার্চ) দুই দেশের সম্মতিতে বাংলাদেশের যশোর সীমান্তের পুটখালী ও দৌলতপুর বিওপি এর দায়িত্বপূর্ণ সীমান্ত এবং বিপরীত দিকে ভারতের কাল্যানী ও গুনারমঠ বিওপি এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার (বর্ডার পিলার নম্বর ১৭/১৪৩-আর হতে ১৭/১৮১-আর পর্যন্ত) মোট ৮.৩ কিলোমিটার সীমান্ত পরীক্ষামূলকভাবে ‘ক্রাইম ফ্রি জোন’ ঘোষণা করা হয়। এসময় বাংলাদেশ বিজিবির মহাপরিচালক ও ভারতীয় বিএসএফের মহাপরিচালক উপস্থিত ছিলেন।
দুই দেশের সীমান্তরক্ষী কর্তৃক যৌথ ভাবে এই এলাকাকে পরীক্ষামূলকভাবে ‘ক্রাইম ফ্রি জোন’ এলাকা ঘোষণার তিন দিন পর ৬ বাংলাদেশি ও চার দিন দিনের মাথায় ৩৯ বাংলাদেশি, এবার ৩৬ জনকে আটক করা হলো। এছাড়া এসময়ে আরো কয়েকজনকে আটক এবং স্বর্ণ এবং মাদকের চালানও এ সীমান্ত থেকে
আটক করেছেন বিজিবি ।
Leave a Reply