আফজাল হোসেন চাঁদ ও ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা (যশোর) থেকে ।। যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা প্রঙ্গণে ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০১৮ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, যশোর জেলা পরিষদের সদস্য ইকবাল আহমেদ রবি, শাহানা বেগম, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি খন্দকার বশির আহমেদ, উপজেলা কৃষি অফিসার দীপঙ্কর দাশ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. প্রকাশ চন্দ্র মন্ডল, উপজেলা সামাজসেবা অফিসার এএফএম ওয়াহিদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন আখতার সুলতানা, পল্লী বিদ্যুৎ সমিতি ডেপুটি জেনারেল ম্যানেজার দেবাশীষ ভট্টাচার্য, ঝিকরগাছা এম.এল মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ সহ উপজেলা বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঝিকরগাছা উপজেলা শাখার আহবায়ক কমিটির আহবায়ক আহবায়ক মোঃ ওবায়দুর রহমান, যুগ্ম আহবায়ক মোঃ ইলিয়াছ হোসেন, সদস্য মোঃ আজাহার আলী, মোঃ সাজ্জাদুল আলম, মোঃ আবু জাফর মনি,মোঃ আব্দুল জব্বার, মোঃ হাসান রেজা আজাদ, ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা শামছুজ্জোহা লোটাস প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম এর বক্তব্যে তিনি ১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক চির ভাস্বও অবিস্মরণীয় দিন সম্পর্কে আলোকপাত করেন।
এছাড়াও বিকালে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, সেচ্ছা সেবকলীগ, শ্রমিকলীগ ও মহিলা আওয়ামীলীগের আয়োজনে বোটঘাটস্থ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply