ঝিকরগাছা মোতাচ্ছিম বিল্লাহ শিশু একাডেমী স্কুল থেকে বৃত্তি পেয়েছে ১২ শিক্ষার্থী
-
Update Time :
বুধবার, ১১ এপ্রিল, ২০১৮
-
২১৫
Time View
আফজাল হোসেন চাঁদ ও ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা থেকে।। ঝিকরগাছা উপজেলার প্রাণকেন্দ্রে পৌরসদরের কৃষ্ণনগর শিক্ষক পল্লীতে গড়ে ওঠা বীরমুক্তিযোদ্ধা মোতাচ্ছিম বিল্লাহ শিশু একাডেমী স্কুল থেকে চলতি বছরে ট্যালেন্টপুলে ৮ শিক্ষার্থী ও সাধারন গ্রেডে ৪ শিক্ষার্থী। সর্ব মোট ১২ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্টপুলে তাজমিরা আক্তার, শাহারিয়া মুনমুন, তাসনিয়া শাম্পা, নাবিলা জামান, জাওয়াদ আব্দুল্লাহ, মেহেদী হাসান, তানভীর হাসান ও নাইম হোসেন এবং সাধারন গ্রেডে আফিয়া ইশরাত, মেহেজাবিন, সিয়াম আলম ও তৌহিদ নুর তাজিম। এবছর বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষায় মোট ২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে এবং যার মধ্যে ১২জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বিদ্যালয়ের অধ্যক্ষ এসএম মাহবুব উল আলম মন্টু জানান, প্রতিষ্ঠানটি সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলাম শিক্ষায় রয়েছে অধিক গুরুত্ব। তাছাড়া শারীরিক শিক্ষাসহ সকল ক্ষেত্রে অন্যতম এই প্রতিষ্ঠানটি। সর্বসাধারণের সার্বিক সহযোগিতা পেলে আমরা এই প্রতিষ্ঠানকে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো।
Please Share This Post in Your Social Media
More News Of This Category
Leave a Reply