আফজাল হোসেন চাঁদ ॥ মিষ্টি, মধুর, সুস্বাধু, রসালো ফল তরমুজ। ঝিকরগাছা বাজারে জমে উঠেছে মৌসুমী ফল তরমুজ বিক্রি হিড়িক। তবে দাম একটু বেশি হওয়ায় চাহিদামত ক্রয় করতে পারছেনা সাধারণ ও নিম্ন আয়ের মানুষেরা। সরেজমিনে উপজেলা মধ্যে বিভিন্ন ছোট বড় বাজার ঘুরে দেখা যায় ঝিকরগাছা বাজারের বিভিন্ন অলি-গলি এবং ফুটপাতের কোল ঘেষে প্রচুর পরিমাণ তরমুজে বাজার পরিপূর্ণ। বিক্রি ও হচ্ছে ভাল। তবে এখন একটু দাম বেশি হওয়ায় অল্প আয়ের সাধরণ মানুষ চাহিদা অনুযায়ী ক্রয় করতে পারছে না। ইতিমধ্যে অনেকে আত্মীয় স্বজনের বাড়িতে রসালো ফল তরমুজ ক্রয় করে নিয়ে যেতে দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা তরমুজ সংগ্রহ করে বাজারে বিক্রি করছে। ব্যবসায়ীরা জানান, ছোট সাইজের তরমুজ ৮০-১০০ টাকা, মাজারী সাইজ ১৫০-২০০ টাকা বড় সাইজ ২৫০-৩০০ টাকা পর্যন্ত বিক্রি করছে। তারা আরো বলেন, বেশি দামে কিনতে হচ্ছে বলেই আমাদের একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। আর কয়েকদিন পর দাম একটু কমবে বলে তাঁর জানান। মমিন নামে একজন তরমুজ ক্রেতা বলেন, বাড়িতে নেওয়ার জন্য তরমুজ কিনতে এসেছি। তবে দাম একটু বেশি হওয়ায় ক্রয় করতে হিমশিম খেতে হচ্ছে। তবুও কষ্ট করে তরমুজ একটি নিয়েছি। চৈত্রের খরতাপে মানব দেহে অতি প্রয়োজনীয় এই তরমুজের ব্যাপক চাহিদা থাকলেও দাম বেশি হওয়ায় প্রয়োজনীয় ফলটির স্বাধ নিতে হিমশিম খেতে হচ্ছে অনেকের। সেই সাথে প্রিয় ফলটির স্বাধও ভূলে গেছেন বয়স্কো নজরুল ইসলাম খোকন । তিনি ছোট ছোট করে বলেন, তরমুজ কবে খেয়েছি মনে নেই। প্রতিবারই দাম দিয়ে শুরু হয় তরমুজের পথ চলা সে দাম আর কমেই না। এভাবেই না খেতে খেতে এখনতো তরমুজের স্বাধটাও ভূলে গেছি।
Leave a Reply