আফজাল হোসেন চাঁদ ও ফরিদা ইয়াসমিন পলি, ঝিকরগাছা থেকে ।। যশোরের ঝিকরগাছায় পৃথক অভিযানে অস্ত্র গুলি মাদকসহ ২ ব্যবসায়ীকে আটক করেছে নাভারণ হাইওয়ে পুলিশ। মাদক ব্যবসায়ীদের নিকট হইতে ১৬০ পিস ইয়াবা, ১টি ওয়ান শুটারগান, ২ রাউন্ড গুলি এবং ২১ বোতল ফেন্সিডিল আটক করেছে নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মকর্তারা।
ঘটনা সম্পর্কে নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সার্জেন্ট পলিটন মিয়ার নিকট জানতে চাইলে তিনি বলেন, রবিবার দুপুর ২ টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে নাভারণ কলোনী বাজারে অভিযান চালিয়ে রবিউল ইসলাম রবি (২৭) নামে এক অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সে ঝিকরগাছা উপজেলার মনোহরপুর গ্রামের আজাহার ইসলামের ছেলে। রবির পকেট থেকে ১৬০ পিস ইয়াবা ও শরীর তল্লাশী করে কোমর থেকে ১টি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এবং নিয়মিত অভিযানের অংশ হিসাবে দুপুর আড়াইটার সময় ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের চারাতলায় বেনাপোল থেকে যশোর গামী একটি বাস তল্লাশীকালে ময়না বেগম (৩০) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীর ব্যাগ তল্লাশী করে ২১ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। আটক ময়না বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের সোহাগ হোসেনের স্ত্রী। তারই সাথে তার আড়াই বছরের শিশুকন্যা সোহাগীও ছিলো। এ নিউজ লেখার পূর্ব মুহুর্তে ঝিকরগাছা থানায় মামলার কার্যক্রম চল ছিলো।
Leave a Reply